ট্যাক্স নিয়ে প্রতারণা: ফ্রান্সকে ১ বিলিয়ন ডলার জরিমানা দেবে গুগল

|

ফ্রান্সের ট্যাক্স বিল কর্তৃপক্ষ ২০১৬ সালে গুগলের প্যারিস সদর দপ্তরে অভিযান চালিয়েছিল। ফরাসি কর্তৃপক্ষ সেই থেকে অর্থাৎ বিগত ৪ বছর ধরে গুগলের কর ফাঁকির অভিযোগের তদন্ত করছে এবং গুগলের বিশাল কর ফাঁকির তথ্য বেরিয়ে আসে।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, গত ৪ বছরে গুগল প্রায় ১.৬ বিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছে।

অবশেষে গুগল চলমান এ তদন্ত নিষ্পত্তি করতে প্রায় ৯৬৫ মিলিয়ন ইউরো অর্থাৎ ১ বিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে। এর মধ্যে ৪৬৫ মিলিয়ন ইউরো অতিরিক্ত কর ও ৫০০ মিলিয়ন ইউরো জরিমানা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এক বিবৃতিতে গুগলের এক মুখপাত্র বলেন, ‘আমরা এখন ফ্রান্সে কর এবং প্রাসঙ্গিক সব মামলা মীমাংসা করেছি যেগুলো অনেক বছর ধরে চলে আসছিল।’

গুগলের ওই মুখপাত্রের বরাত দিয়ে প্রযুক্তি সাইট ভার্জ’র প্রতিবেদনে বলা হয়, ৫০ কোটি ইউরো জরিমানা দেয়ার পাশাপাশি অন্যান্য কর বাবদ আরও ৪৬ কোটি ৫০ লাখ ইউরো পরিশোধ করা হবে।

ওই মুখপাত্র বলেন, ‘মামলার মীমাংসায় ফরাসি আদালতের নির্দেশে ৫০ কোটি ইউরো জরিমানা দেয়া হবে এবং বাড়তি আরো ৪৬ কোটি ৫০ লাখ ইউরো কর দিতে আমরা রাজি, যা আমাদের আর্থিক প্রতিবেদনে যোগ করা হবে।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply