বিচার বিভাগকে নিয়ন্ত্রণের মাধ্যমে ভিন্ন মত দমন করতে চায় সরকার এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির মাধ্যমে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সরকারের হাতে রাখা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাম্যবাদী দলের আলোচনা সভায়, নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, এ শৃঙ্খলাবিধির কারণে বিচারকরা আরও নিয়ন্ত্রিত অবস্থায় থাকবেন। আগামী জাতীয় নিবার্চন প্রসঙ্গে ফখরুল বলেন, কোনো কাল্পনিক তথ্যে নয়, জনগণের মনোভাবে স্পষ্ট বোঝা যায়, একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীনদের শোচনীয় পরাজয় হবে। এসময় নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান তিনি।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply