জলবায়ু পরিবর্তন: উন্নত দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

|

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশগুলোর শুধু অঙ্গীকার নয়, বরং কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু বিষয়ক সম্মেলন ‘ওয়ান প্ল্যানেট সামিট’-এর মূল আয়োজনে দেয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে সব দেশ ক্ষতির মধ্যে আছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এই সংকট মোকাবেলায় উন্নত দেশগুলোর সক্রিয় ভূমিকা পালনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চল রক্ষায় গ্রিন বেল্ট নির্মাণ, সুন্দরবন রক্ষা প্রকল্প এবং নতুন বনাঞ্চল সৃষ্টির মতো কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা বলেন, স্বল্প সক্ষমতা সত্ত্বেও প্রায় ১০ লাখ মানুষকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। প্যারিসের বুলন বিয়াঙ্কোতে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেসও।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply