আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মিরের দূত হিসেবে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার নিজ দলের এক বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমি ‘কাশ্মিরি দূত’ হিসেবে বক্তব্য রাখব। এক্সপ্রেস ট্রিবিউনের।
কাশ্মির নিয়ে ভারতের সর্বোচ্চ আদালতের দেয়া নির্দেশনার বিষয়েও কথা বলেন ইমরান। ভারতীয় সুপ্রিম কোর্ট কাশ্মির ইস্যুতে যে নির্দেশনা দিয়েছে সেটি পাকিস্তানের দাবিকেই সমর্থন করে এমন মন্তব্য তার। বলেন, কাশ্মিরের জনগণের পক্ষে তাদের লড়াই অব্যাহত থাকবে।
ভারত সরকার কাশ্মির নিয়ে মিথ্যা বলছে দাবি করে পাক প্রধানমন্ত্রী বলেন, উগ্রপন্থী এ সরকারের কারণে কাশ্মিরের বিষয়টি এখন আন্তর্জাতিক ফোরামে চলে গেছে। ভারত যেভাবে বিষয়টি নিয়ে মিথ্যাচার করছে, তা এখন সবাই দেখছে। আমরা কাশ্মিরিদের প্রতি সমর্থন ও সহায়তা অব্যাহত রাখব। ২৭ সেপ্টেম্বর আমি জাতিসংঘে বিষয়টি সবার সামনে তুলে ধরব।
জাতিসংঘের সাধারণ সভায় ইমরানের সাথে একই দিনে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এ সাধারণ সভায় কাশ্মির ইস্যু নিয়ে দুই নেতা বাকযুদ্ধে জড়াতে পারেন বলে বিশ্লেষকদের ধারণা।
Leave a reply