গেলো এক দশকে বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বন অ্যামাজনে অবৈধ ভাবে গাছ কাটা ও ভূমি দখলকে কেন্দ্র করে নিহত হয়েছে তিন শতাধিক মানুষ । মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
প্রতিবেদনে বলা হয়, ১৭০টি সাক্ষাৎকারের মাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। হত্যাকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করা হয়, বিভিন্ন অপরাধী চক্র প্রতিনিয়ত উজার করছে বন। এতে বিভিন্ন গ্রুপের সাথে সংঘাতে বাড়ছে হত্যাকাণ্ডের ঘটনা।
প্রশাসন বলছে, অবৈধ ভাবে বনে আগুন দেয়া এবং গাছ কাটা ঠেকাতে চলছে বিশেষ অভিযান। এছাড়া বাড়ানো হয়েছে সেনা টহল। তথ্য বলছে, রেইনফরেস্ট বনটির ৬০ ভাগই ব্রাজিলের অংশে। বিশ্বের ২০ শতাংশ অক্সিজেন আসে এই বন থেকে।
Leave a reply