সৎ পথে কোনো ট্রাফিক নাই, সেখানে গাড়ি চালানো অনেক আনন্দের, তাই শিক্ষার্থীদের সততা নিয়ে পড়ালেখা করতে হবে। এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কঠিনভাবে অবস্থান নিয়ে বড় হতেও পরামর্শ দিলেন তিনি। উপাচার্য বলেন, স্কুলে স্কুলে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান গবেষণাকে গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ক্ষুদে বিজ্ঞানীদের সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে চিন্তার উন্মেষ ঘটানো গেলে জ্ঞাননির্ভর সমাজ নির্মাণে ভুমিকা রাখবে। ‘চিন্তার চাষ’ নামে একটি সংগঠন ক্ষুদে গবেষকদের সম্মেলন আয়োজন করে। যেখানে দেশের বিভিন্ন স্কুলের সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীদের করা নানা গবেষণা সম্মেলনে উপস্থান করা ও আলোচনা করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে বেশ কয়েকজন বিজ্ঞানী অংশ নেন।
Leave a reply