আগামী জাতীয় নির্বাচনে ৪-৫টি দেশে পৃথক বুথ খুলে প্রবাসীদের ভোট দেয়ার ব্যবস্থা করা যেতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার সকালে, উন্নয়ন কার্যক্রমে প্রবাসীদের সম্পৃক্ততা বিষয়ক কর্মশালায় তিনি এ কথা জানান। এরআগে, আলোচকরা বলেন প্রবাসীদের জন্যে একটি বিশেষায়িত ইকনোমিক জোন প্রয়োজন। যেখানে তারা বিনিয়োগ করতে পারবেন। অভিযোগ করা হয়, বিনিয়োগের জন্যে দেশে আসা অনেকেই হয়রানির মুখে পড়েন। এজন্য বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরির তাগিদ দেন বক্তারা। কর্মশালায় জানানো হয়, ইতিমধ্যে ব্যাংক ও জ্বালানি খাতে প্রবাসীদের বিনিয়োগ এসেছে। সম্ভাবনাময় খাত আইসিটিতেও এগিয়ে আসতে পারেন প্রবাসীরা। সরকারের উদ্যোগে বিনিয়োগ সহায়ক পরামর্শের জন্যে একটি ডেস্ক চালু করা হবে বলে জানানো হয়। প্রবাসীদের জন্যে একটি ডাটাবেজ তৈরিরও তাগিদ দেওয়া হয়।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply