Site icon Jamuna Television

‘মসজিদের শহরকে ক্যাসিনোর শহরে পরিণত করেছে সরকার’

ড. মঈন খান। ছবি: যমুনা নিউজ।

মসজিদের শহরকে ক্যাসিনোর শহরে পরিণত করেছে সরকার- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, সরকার বিচার বিভাগ ও প্রশাসনকে দখল করে রেখেছে। ক্ষমতা দিয়ে খালেদাকে বন্দি করে গণতন্ত্র রুখে দিতে পারবে না। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা থাকলে তাকে জামিন দিতো।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, এটি পুনরুদ্ধার করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ঢাকাকে লাগ ভেগাসে পরিণত করেছে সরকার। মসজিদের শহর পরিণত হয়েছে ক্যাসিনোর শহরে। উন্নয়য়ের জোয়ারে মানুষের নৈতিক অবক্ষয় হয়েছে।

ঐক্যবদ্ধভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

Exit mobile version