জাকারিয়া হৃদয়, রামনাবাদ চ্যানেল থেকে
পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম কয়লাবাহী জাহাজ এমভি ঝিং হাই টং-৮ নামক হংকং এর পতাকাবাহী জাহাজটি ইন্দোনশিয়ার বালিক পানান বন্দর থেকে ২০ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে আজ দুপুরে প্রবেশ করছে।
বিকাল নাগাদ কয়লা খালাসের কার্যক্রম শুরু হবে বলে পায়রা কর্তৃপক্ষসূত্রে নিশ্চিত হওয়া গেছে। বিসিপিসিএল এর নির্মাণাধীন কলাপাড়ার ধানখালীতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কাজে এ কয়লা ব্যবহৃত হবে বলে কর্তৃপক্ষ জানায়। এরপরে ২৫ ও ২৬ সেপ্টেম্বরে আরও তিনটি জাহাজ কয়লা নিয়ে আসবে। এছাড়া পহেলা অক্টোবর থেকে দৈনিক একটি করে কয়লাবাহী জাহাজ এঘাটে ভিড়বে। এছাড়াও অন্যান্য কোম্পানির পণ্য সামগ্রী খালাশের জন্য আরও টার্মিনাল নির্মাণের কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য ২০১৬ সালের ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা বন্দরের মুরিং পয়েন্টে শিপ টু শিপ লাইটারেজের মাধ্যমে আংশিক অপারেশনাল কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। প্রথম কয়লার জাহাজ আসার খবরে পায়রা পোর্ট ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা ব্যস্ত সময় পার করছেন।
Leave a reply