নিউইয়র্কের ম্যানহাটনে হামলার আগে ফেসবুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিল হামলাকারী আকায়েদ উল্লাহ। ফেসবুক পোস্টে, আকায়েদ উল্লাহ লেখেছিলেন, ট্রাম্প জাতিকে রক্ষায় ব্যর্থ।
এরই মধ্যে মার্কিন প্রসিকিউটররা দাবি করেছেন, হামলাকারী আইএস’র ভাবধারায় উদ্বুদ্ধ। মঙ্গলবারই জেরা করা হয় বাংলাদেশি আকায়েদকে। জেরায়, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির প্রতিবাদেই এমন হামলা বলেই জানান তিনি। আকায়েতের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা প্রদান এবং জনসমাগমে ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার এবং বোমা হামলার অভিযোগ আনা হয়েছে।
গত সোমবার, ম্যানহাটন পোর্ট অথরিটি বাস টার্মিনালে শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটায় আকায়েদ। এতে আহত হয় অন্তত ৪ জন।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply