ইয়েমেনের এক পুলিশ ঘাঁটিতে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় প্রাণ গেছে অন্তত ৩৫ জনের। আহত হয়েছে আরো ৮০ জন।
বুধবার, রাজধানী সানার উত্তররাঞ্চলে পুলিশ ক্যাম্পে অন্তত ৭ দফা ক্ষেপণাস্ত্র ছোড়ে সৌদি জোট। গুড়িয়ে যায় পুলিশ ঘাঁটির সবকয়টি ভবন। হামলায় ভেঙ্গে পড়ে ক্যাম্পে অবস্থিত এক কারাগারও। কারাগারটি পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট মানসুর হাদির অনুগত সেনাদের আটকে রাখার জন্য ব্যবহার করা হতো। নিহতদের মধ্যে আটক সেনা ছাড়াও বেশ কয়েকজন পুলিশ সদস্যও রয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চলতি মাসের শুরুর দিকে, সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ’র মৃত্যুর পর থেকেই হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা জোরদার করে সৌদি বাহিনী।
Leave a reply