২০১৯-২০২০ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল ৯টা থেকে এ ইউনিটের পদার্থ ও গাণিতিক বিষয়ক অনুষদের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়। আজকে এ ইউনিটে মোট ৬ শিফটে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে।
এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৮৮৯ আসনের বিপরীতে প্রায় সাড়ে ৩ লক্ষাধিক ভর্তিচ্ছু অংশ নিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে ১৯১ জন পরীক্ষা দিচ্ছে।
এদিকে, দূর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীনগর ব্যানারে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সময় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে সকল ভর্তি পরীক্ষার কেন্দ্র অবাঞ্চিত ঘোষণা করেছে।
আন্দোলনকারীরা জানান, উপাচার্য যদি তাদের অবাঞ্চিত ঘোষণার পরও কেন্দ্র পরিদর্শনে আসেন তাহলে তাকে কেন্দ্র প্রবেশে বাধা দেয়া হবে না। তবে তারা তাৎক্ষণিক প্রতিবাদ স্বরূপ তাকে কালো পতাকা প্রদর্শন করবেন।
এছাড়া দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা কালো পতাকা হাতে নিয়ে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাবেন।
Leave a reply