গাজায় ইসরায়েলি বিমান হামলা

|

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। খবর বার্তা সংস্থা এপির।

সেনাবাহিনীর দাবি, হামাসের ছোঁড়া রকেটের জবাবে সংগঠনটির কিছু স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর ফিলিস্তিনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গুলি করার ঘটনাও ঘটেছে। এতে দুইজন ফিলিস্তিনি মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ। বিশ্ব সম্প্রদায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ট্রাম্পের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিনকে আরও সহিংসতার দিকে ঠেলে দেবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply