সাংবাদিকদের মারধর, ঢাবি ছাত্রলীগ সভাপতির দুঃখ প্রকাশ

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ২০ ছাত্রদলকর্মী আহত হয়েছেন।

ঘটনার ছবি তুলতে গেলে তিন জন সাংবাদিককেও লাঞ্চিত করেন ছাত্রলীগ কর্মীরা।

মারধরের শিকার সাংবাদিকরা হলেন, স্টুডেন্ট জার্নালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আনিসুর রহমান ও বিজনেস বাংলাদেশের প্রতিনিধি আফসার মুন্না, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রাহাতুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার পর ক্যাম্পাসের হাকিম চত্বরে টিভিতে সাক্ষাৎকার দিতে আসেন ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এসময় ৭-৮ জন নেতাকর্মী নিয়ে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র তাদের ওই এলাকা ছেড়ে চলে যেতে বলেন।

ছাত্রদলের নেতাদের অভিযোগ, পরে তারা টিএসসিতে গেলে ছাত্রলীগের অন্তত ৫০ জন এসে তাদের উপর হামলা করে।

এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় মোবাইলে ছবি তুলতে গেলে ৩ সাংবাদিকের উপরও হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। এসময় এক সাংবাদিকদের মোবাইল ছিনতাই করে নিয়ে যায় তারা।

অবশ্য ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা কথা অস্বীকার করেছে ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র।

তবে ঘটনার পরপরই সনজিত এবং ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ছুটে যান। সেখানে সমিতির নেতাদের সাথে বসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তারা বলেন, এতে কোনো ছাত্রলীগ কর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply