অনিয়মের অভিযোগ: রাজধানীতে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

|

অনিয়ম দুর্নীতির অভিযোগে রাজধানীর কালাচাঁদপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

আজ সোমবার সকাল থেকে প্রধান শিক্ষক আরিফুর রহমানের অফিসের সামনে বিক্ষোভ করেন তারা। কিছু সময়ের জন্য কালাচাঁদপুর সড়কও অবরোধ করে রাখেন বিক্ষোভরত শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা।

তারা পঞ্চম শ্রেণী পর্যন্ত মডেল শাখা বহাল রাখার দাবি জানান। বিক্ষোভ কর্মসূচি থেকে নিয়মিত ক্লাস না হওয়া, আরিফুর রহমানের বিরুদ্ধে উপবৃত্তির টাকা কম দেয়াসহ নানা অভিযোগ করা হয়।

প্রাথমিক স্কুল শাখা থেকে নিজের বেতন হিসেবে অর্থ নিলেও শিক্ষার মান বাড়াতে আরিফুর রহমান উদাসীন বলেও অভিযোগ করেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply