ডেঙ্গুজ্বরে চলতি বছরে এ পর্যন্ত ঢাকা মেডিকেল থেকে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে।
তারা বলছে, ডেঙ্গুতে ২২৪টি মৃত্যুর তথ্য তাদের কাছে এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে ঢাকা মেডিকেল কলেজ থেকে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম গণমাধ্যমকে এ তথ্য দিয়েছে।
১২৬টি মৃত্যুর ঘটনা আইইডিসিআরের মৃত্যু পর্যালোচনা কমিটি পর্যালোচনা করেছে। এর মধ্যে ৭৫টি মৃত্যু ডেঙ্গুতেই হয়েছে বলে কমিটি নিশ্চিত করেছে।
তবে গণমাধ্যমের হিসাবে এ বছর ডেঙ্গুতে ২২৮ জনের মৃত্যু হয়েছে।
Leave a reply