রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে আদালত হস্তক্ষেপ করতে পারে না। এ মন্তব্য করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ছাত্রদল এখন পর্যন্ত যা করেছে তার সবই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনসিদ্ধ।
সকালে নয়া পল্টনে সংবাদ সম্মেলনে তিনি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার সমালোচনা করেন। তিনি বলেন, আদালতকে দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা দেশের জন্য ভয়াবহ হবে। এসময় রিজভী বলেন, ছাত্রলীগ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর জঙ্গি হামলা চালিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত ছাত্রদলকে ছাত্রলীগ সহ্য করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।
Leave a reply