সিলেট প্রতিনিধি:
সিলেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সুবিদবাজার এলাকায় আরকে এন্টারপ্রাইজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় র্যাব জানায়,জাহাঙ্গীর আলম দীর্ঘদিন থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন বাহিনীর প্রধান ও সম্প্রতি র্যাবের ডিজি সহ বিভিন্ন ব্যক্তির নামে অপপ্রচার ও গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, যা আইসিটি ধারা অনুযায়ী অপরাধ।
এর বিরুদ্ধে র্যাবের তৎপরতায় আরকে এন্টারপ্রাইজ এর কর্মচারী জাহাঙ্গীর আলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানায় র্যাব।
Leave a reply