ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক(সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। এ বছর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশের হার ১৫.৪৯ শতাংশ।
খুব সহজেই জেনে নেয়া যাবে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল। এজন্য admission.eis.du.ac.bd ওয়েব অ্যাড্রেসে গিয়ে পরীক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর প্রদান করতে হবে। তাহলেই পেয়ে যাবেন ফলাফল।
তাছাড়াও আবেদনকারীরা যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU GA টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে পারেন। ফিরতি এসএমএস-এ জানিয়ে দেয়া হবে ফলাফল।
Leave a reply