রাজশাহী নগরীর বিসিক শিল্প এলাকার চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নামের একটি চাল মিলে অভিযান চালিয়ে সরকারি খাদ্য অধিদপ্তরের প্রায় দেড় হাজার বস্তা চাল জব্দ করেছে দুদক। যার ওজন প্রায় ৫৪ হাজার কেজি।
বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া পাঁচ ঘণ্টার অভিযানে খাদ্য অধিদফতরের ইনটেক বস্তায় থাকা হুমায়ুন কবির, আবুল হোসেন ও কাউসার আলীর চাল জব্দ করে সংস্থাটি।
দুদকের ভাষ্যমতে, সরকারি অধিদফতরের চাল ইনটেক বস্তায় বাইরে বিক্রির সুযোগ নেই। এটি বিধি সম্মত নয়। সেকারণে চালগুলো জব্দ করা হয়েছে। এগুলো কিভাবে এই মিলে এসেছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মিল কর্তৃপক্ষ জানান, এখানে বিভিন্ন ব্যবসায়ী চাল বাছাই ও পরিষ্কার করার জন্য আনে। যে তিন জনের চাল জব্দ করা হয়েছে তারা সরকারি বিভিন্ন সংস্থার চাল মিলে আনার পর পরিষ্কার করে বাজারজাত করে থাকে।
Leave a reply