ইউনিসেফ’র অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী

|

চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়্যুথ অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ তার হাতে এ সম্মাননা তুলে দেয়। প্রধানমন্ত্রী বলেন, শিশু ও নারীদের জন্য নিরাপদ দেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি সন্ধ্যা – শিরোণামে এই অনুষ্ঠানের আয়োজন করে ইউনিসেফ। বাংলাদেশের জনগণ ও বিশ্বের সব শিশুকে এই সম্মাননা উৎসর্গ করেন তিনি।শিশু ও তরুনদের পেছনে যে অর্থ ব্যয় হয়, সেটাই সর্বোত্তম বিনিয়োগ এমনটা জানান ইউনিসেফের শুভেচ্ছা দূত ক্রিকেটার সাকিব আল হাসান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন’সহ শীর্ষ কর্মকর্তারা। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুপোলী জগতের অনেক তারকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply