যে কারণে সালাহর ২ ভোট বাতিল!

|

FILE PHOTO: Soccer Football - Champions League - Group E - Napoli v Liverpool - Stadio San Paolo, Naples, Italy - September 17, 2019 Liverpool's Mohamed Salah during the match Action Images via Reuters/Andrew Couldridge/File Photo

পায়ের জাদুকরী কারিকুরিতে গোটা ফুটবলবিশ্ব বুঁদ রেখেছেন মোহামেদ সালাহ। তার শৈলীতে মুগ্ধ আপামর ফুটবলপ্রেমী। সঙ্গত কারণে ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে ছিলেন দ্য ফারাওখ্যাত ফুটবলার।

খুবই স্বাভাবিক, এ পুরস্কার পেতে স্বদেশ মিসরের অধিনায়ক ও কোচের ভোট পাবেন তিনি। কিন্তু কিসের কী? চাউর হয়, তাকে ভোটেই দেননি তারা।

এবার প্রকাশ্যে এলো মূল ঘটনা। সালাহকে ঠিকই ভোট দেন মিসরের অধিনায়ক আহমেদ এল মোহামাদি এবং ভারপ্রাপ্ত কোচ শাউকি ঘারিব। কিন্তু ঝামেলা পাকে অন্য জায়গায়। ফিফা বলছে, ভোটের ফর্মে ক্যাপিটাল লেটারে (বড় হাতের অক্ষর) সই করেন তারা। তাই তাদের ভোট বিবেচনায় নেয়া হয়নি।

ফিফা বর্ষসেরা বাছাইয়ে ভোটদাতাদের তালিকাতে নাম নেই মিসরের অধিনায়ক-কোচের। এ পরিপ্রেক্ষিতে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) দাবি করে, তাদের অধিনায়ক ও কোচ ভোট দিয়েছেন। তবু বর্ষসেরা ভোটের তালিকাতে নাম নেই তাদের।

এ নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে ব্যাখ্যা চায় তারা। এ জন্য ফিফা বরাবর চিঠি পাঠায় ইএফএ।

কেন তাদের ভোট বিবেচনায় নেয়া হয়নি এর ব্যাখ্যা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তারা বলছে, ভোটিং ফর্মে মিসরের অধিনায়ক-কোচের স্বাক্ষর ছিল ক্যাপিটাল লেটারে। তাই ভোটগুলো বৈধতা পায়নি। অধিকন্তু সেই ফর্মে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের স্বাক্ষর ছিল না, যা বাধ্যতামূলক ছিল।

ফিফা জানিয়েছে, বিষয়গুলো ইএফএকে আগেই জানায় তারা। তবে যথাসময়ে এর উত্তর দেয়নি মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।

এবার ফিফা বর্ষসেরা পুরস্কার দ্য বেস্ট জিতেছেন লিওনেল মেসি। মিলানের অপেরা হাউসে জমকালো অনুষ্ঠানে ষষ্ঠবারের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এ পুরস্কার জেতেন তিনি। তবে এ নিয়ে সমালোচনা চলছেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply