খাশোগি হত্যাকাণ্ডের দায় এড়ানোর সুযোগ নেই: সৌদি যুবরাজ

|

প্রশাসনিক নজরদারির মধ্যে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ঘটায় এর দায় এড়ানোর সুযোগ নেই। স্বীকার করলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

খাশোগি হত্যার ১ বছর পূর্তিতে প্রচারের জন্য পিবিএস নির্মিত একটি প্রামাণ্যচিত্রে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার প্রামান্যচিত্রটির অংশবিশেষ প্রচার করা হয়েছে। সেখানেই হত্যাকাণ্ডে প্রশাসনের সম্পৃক্ততা নিয়ে কথা বলেন যুবরাজ সালমান। হত্যাকারীরা সরকারি বিমান কিভাবে ব্যবহার করেছিল এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, তদারকির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও কর্মকর্তারাই জড়িত এর পেছনে। গত বছর ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে নিখোঁজ হন খাশোগি। তুর্কি সরকার ও আন্তর্জাতিক চাপের মুখে হত্যার বিষয়টি স্বীকার করে সৌদি সরকার। ইস্তাম্বুলের দাবি, সৌদি যুবরাজের তরফ থেকেই এসেছিল খাশোগি হত্যার নির্দেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply