Site icon Jamuna Television

ক্ষমতাসীনদের শত-শত নেতাকর্মী ক্যাসিনো ও জুয়ার ব্যবসা করে: মওদুদ

দুর্নীতি সরকারের সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছে, তাই অবিলম্বে সরকারকে পদত্যাগ করে অবাধ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ শুক্রবার দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি এই দাবি জানান।

এসময় তিনি আরো বলেন, দেশে সংবিধানসম্মত নির্বাচন হয়নি বলেই দেশজুড়ে অরাজকতা চলছে। ক্ষমতাসীনদের শত-শত নেতাকর্মী ক্যাসিনো ও জুয়ার ব্যবসা করে বলেও অভিযোগ করেন মওদুদ।

সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভয় পায় বলে জামিন দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version