ধুনটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

|

বগুড়া ব্যুরো
বগুড়ার ধুনটে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে এই দুর্ঘটনার পর দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। দুর্ঘটনায় আহত আরেকজন গুরুতর আহতাবস্থায় চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।

ধুনট থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে উপজেলা ধুনট-চিকাশী সড়কের গুয়াডহরি এলাকায় বেপরোয়াগতিতে থাকা মোটরসাইকেল দুটির মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের তিন জন রায়হান, মাহী ও বিপ্লব মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

শজিমেক হাসপাতাল সংলগ্ন ছিলিমপুর পুলিশর ফাঁড়ির উপ-পরিদর্শক আবদুল আজিজ মণ্ডল জানান, হাসপাতালে ভর্তির পর রায়হান ও মাহী দুপুর মারা যান। তারা দুজনই মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। দুর্ঘটনায় আহত বিপ্লব গুরুতর জখম নিয়ে চিকিৎসাধীন বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply