ঝিনাইদহে ৭ জুয়াড়ি আটক

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

সেসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা। আটককৃতরা প্রত্যেকেই বেড়বাড়ী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বেড়বাড়ি গ্রামের ইজাজুল হকের বাড়িতে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

এসময় জুয়ার সরঞ্জাম ও টাকাসহ ৭ জনকে আটক করা হয়। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জুয়া রোধে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদর থানার ওসি মঈন উদ্দিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply