শুক্রবার ভারতের পাঞ্জাব সীমান্তে আরও একটি অস্ত্রবাহী ড্রোন উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তবে ড্রোনটি পুড়ে যাওয়ায় তা আর উড়ার মতো অবস্থায় ছিলনা।
পাঞ্জাব পুলিশ বলছে, চলতি সপ্তাহে এ নিয়ে দু’বার তারা এমন ড্রোন উদ্ধার করেছে। পুলিশের ধারণা পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা খালিস্তানী বিচ্ছিন্নতাবাদী ও কাশ্মিরীদের সহায়তার জন্য ড্রোনে করে অস্ত্র প্রেরণ করছে। তবে তারা সেগুলো আর উড়িয়ে নিতে পারেনি।
এই অভিযোগে গত রোববার চার পাঞ্জাবী যুবককেও আটক করেছে পুলিশ। পুলিশের দাবি তারা পাঞ্জাবের স্বাধীনতাকামী ‘খালিস্তান জিন্দাবাদ ফোর্স’র সদস্য। পাঞ্জাব পুলিশ এদের সাথে পাকিস্তানী জঙ্গি দল জইশ-ই-মোহাম্মাদ’র সংযোগ খুজে পেয়েছে বলেও জানিয়েছে।
এই বিষয়টি নিয়ে ভারত-পাক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই নিয়ে গত ১০ দিনে সাত থেকে আট বার জিপিএস প্রযুক্তি যুক্ত ড্রোন পাকিস্তানের দিক থেকে ভারতে এসেছে।
Leave a reply