Site icon Jamuna Television

‘কারো অপকর্মের বোঝা দল নেবে না’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, চলমান দুর্নীতি ও অপকর্মের সাথে যে বা যারাই জড়িত থাকুক পার পাবে না। কারণ শেখ হাসিনা ধরলে কাউকেই ছাড়েন না। কারও অপকর্মের বোঝা দল কোন ভাবেই নিবে না।

আজ শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনের আলোচনায় তিনি একথা বলেন।

হানিফ বলেন, শেখ হাসিনা কঠিন পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধু দেশ নয়, নিজ গুণে তিনি এখন বিশ্ব নেতাদের কাতারে নতুন উচ্চতায় পৌঁছেছেন। এতো উন্নয়নের পরও যাদের কারণে দল বিতর্কিত হচ্ছে তাদের কোনো ছাড় দেবে না আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version