Site icon Jamuna Television

সান্ডিকে বিয়ে করবো কীভাবে, ও তো একটা ছেলে: হিরো আলম

“হিরো আলমকে বিয়ের দাবি কলকাতার সান্ডির” এমন খবরের বিষয়ে হিরো আলম বলেছেন, “ও তো একটা ছেলে। ওকে বিয়ে করবো কিভাবে?”

গত শুক্রবার রাতে কলকাতার কমেডি শিল্পী সান্ডি সাহা ঢাকার একজন মডেলের সঙ্গে ফেসবুক লাইভে এসে মজা করে নানান কথা বলেন। এতে তিনি দাবি করেন হিরো আলমের সাথে নাকি তার বিয়ে হয়েছিলো।

সান্ডি বলেন, আমার হিরো আলমের জন্য খারাপ লাগছে। তার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমরা এক বছর বিবাহ বন্ধনে ছিলাম। যদিও পরে ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন সান্ডি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে হিরো আলম বলেন, ‘ও তো একটা ছেলে। ওরে বিয়ে করবো কিভাবে?’

Exit mobile version