আত্মসমর্পণে ইচ্ছুক মাদক ব্যবসায়ীদের কাউন্সিলরের সাথে দেখা করার পরামর্শ চসিক মেয়রের

|

আত্মসমর্পনে ইচ্ছুক মাদক ব্যবসায়ীদের ওয়ার্ড কাউন্সিলরদের সাথে দেখা করার পরামর্শ দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন।

আজ রোববার দুপুরে জাম্বুরী ফিল্ড কর্ণফুলী শিশু পার্কে ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আয়োজিত চসিকের ৪১ তম সন্ত্রাস, জঙ্গি,মাদক ও দুর্নীতি বিরোধী সমাবেশে প্র্রধান অতিথির বক্তব্যে এই পরামর্শ দেন তিনি।

মেয়র বলেন, ‘যেসমস্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিনের মাদকব্যবসা ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসতে চান তাদেরকে বলছি আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ব স্ব ওয়ার্ডের জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করুন। সুস্থ জীবনে ফিরে আসার মাধ্যম আইনের কাছে আত্মসমর্পণ করা।’

মেয়র আরও বলেন, ওয়ার্ড থেকে এরই মধ্যে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও জঙ্গি বাদে সংশ্লিষ্টদের তালিকা সম্পন্ন হয়েছে। বাকিগুলোতে দ্রুত সময়ের মধ্যে তালিকা চূড়ান্ত হবে। এরপর আমরা এসবের বিরুদ্ধে সরাসরি এ্যাকশনে যাব। তাই যারা আত্মসমর্পণে ইচ্ছুক তাদের ব্যাপারে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলব।

এসময় মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাস, মাদক,দুর্নীতি, জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন করা হবে। কমিটিতে সমাজের মুরুব্বী, রাজনৈতিক,সাংস্কৃতিক ব্যক্তি, ইমাম,পুরোহিতসহ সকলে থাকবে।

কাউন্সিলর এইচ এম সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সিটি ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, সংরক্ষিত কাউন্সিলর আফরোজা কালাম,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক এমদাদুল হকসহ এলাকার নানা শ্রেণী পেশাজীবী বক্তব্য রাখেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply