বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাশিয়ায় ব্যাপক বিক্ষোভ

|

বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে রাশিয়ায়। রোববার মস্কোর রাজপথে প্রতিবাদে যোগ দেয় ২০ হাজারের বেশি মানুষ।

এসময় বন্দী রাজনীতিবিদদের মুক্তির দাবিতে স্লোগান দেয় আন্দোলনকারীরা। বিরোধীদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা দেয়ায় বিক্ষোভের জেরে গত জুলাইয়ে আটক করা হয় অনেক রাজনৈতিক নেতাকর্মীকে। কারাগারে আটককৃতদের ওপর নির্যাতনের অভিযোগ করছে বিরোধীরা। দ্রুত বিচারের মাধ্যমে চার বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়েছে অনেককে। বেশিভাগের বিরুদ্ধেই পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

রাশিয়ায় বিক্ষোভ সমাবেশ বিরল হলেও গত দু’মাসে বেশ কয়েকবার প্রতিবাদে অংশ নেয় জনতা। আটক করা হয় দু’হাজারের বেশি আন্দোলনকারীকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply