ঘরের চাল সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু

|

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে যমুনা নদী‌র ভাঙ‌নের হাত থে‌কে রক্ষার জন্য বসতবা‌ড়ী সরা‌তে গি‌য়ে বিদ্যুৎপৃ‌ষ্টে হয়ে এক বৃদ্ধ নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন। আজ সকাল ১০টার দি‌কে উপ‌জেলার তারাই গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে।

এ‌দে‌র ম‌ধ্যে দুইজ‌নের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে‌। নিহত লাল খা (৬০) উপ‌জেলার অর্জুনা ইউ‌নিয়‌নের তারাই গ্রা‌মের কুরবান খান ছে‌লে। আহতরা হ‌লেন, একই গ্রা‌মের কালু খার ছে‌লে সুলতান খা (৩৫), নিশান আলী খা‌নের ছে‌লে কালু খান ও অজ্ঞাত আ‌রো একজন।

স্থানীয় ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা বলেন, উপ‌জেলার তারাই গ্রা‌মে হঠাৎ ক‌রে যমুনা নদী‌তে ভাঙন শুরু হ‌য়ে‌ছে। এ‌তে যমুনার হাত থে‌কে বসতঘর রক্ষার জন্য ঘ‌রের চাল সরা‌তে গি‌য়ে বিদ্যুৎপৃষ্ট হ‌য়ে ঘটনাস্থ‌লে লাল খা নিহত হ‌য়ে‌ছে। এ‌তে আ‌রো তিনজন আহত হয়ে‌ছে। এ‌দের ম‌ধ্যে দুইজন‌কে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে‌।

তি‌নি আ‌রো বলেন, যমুনা নদীর ভাঙ‌নে সম্প্র‌তি শতা‌ধিক বা‌ড়ি ঘর নদী‌তে বিলীন হ‌য়ে গে‌ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply