পেঁয়াজের বাজারের এই নৈরাজ্যই সরকারের দুর্নীতির প্রমাণ: মির্জা আব্বাস

|

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি।

পেঁয়াজের ন্যায্য মূল্য ৪৫ টাকা কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা। পেঁয়াজের বাজারের এই নৈরাজ্যই সরকারের দুর্নীতির প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সকালে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী কৃষকদলের মানববন্ধনে তিনি এ কথা বলেন।

দাবি করেন, খালেদা জিয়ার মুক্তির দাবি শুধু বিএনপি’র নয়, সারা বাংলাদেশের। সরকার চেয়ারপারসনকে তিলে তিলে হত্যার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি’র এই নেতা।

এসময় সরকারের শুদ্ধি অভিযান নিয়ে মির্জা আব্বাস বলেন, দুর্নীতি বিরোধী অভিযানে চুনোপুটিও ধরেনি সরকার; ধরেছে মাত্র দু’জন টোকাই। দুর্নীতির সাথে জড়িত রাঘব বোয়ালদের ধরার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply