১৪৯টি পূজা মণ্ডপে ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে: মেয়র খোকন

|

আগামী দুর্গাপূজায় ঢাকা দক্ষিণের ১৪৯টি মণ্ডপে ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

আজ মঙ্গলবার সকালে নগরভবনে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে এক বৈঠকে তিনি একথা বলেন। এসময় সড়ক বাতি বিদুৎ ও বর্জ্য ব্যবস্থাপনা এবং যে সব মণ্ডপের আশেপাশে ডাস্টবিন রয়েছে তা সরিয়ে নিতে আহ্বান জানান বিভিন্ন মণ্ডপের দায়িত্বরতরা। বিষয়গুলো আমলে নিয়ে যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেদিকেও নজর দিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেন সাঈদ খোকন।

বৈঠকে পূজা উদযাপনের জন্য সিটি করপোরেশনের জন্য যে অনুদান তা বাড়িয়ে দেয়ার জন্য মেয়রের প্রতি অনুরোধ জানান পূজা উদযাপন কমিটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply