চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযাগে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের সাত সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুপুরে তাদেরকে বরখাস্ত করে খুলনা জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
সাত পুলিশ সদস্য হলেন, এস আই লুৎফুর রহমান, এ এসআই কে এম হাসানুজ্জামান, এএসআই শেখ সাঈদুর রহমান, এএসআই গাজী সাজ্জাদুল ইসলাম, কনস্টেবল আকরামুজ্জামান বিশ্বাস, কনস্টেবল জামিউল হাসান ঈমন ও কনস্টেবল রুবেল শেখ।
পুলিশ জানায়, সোমবার রাতে জেলার চুকনগর এলাকায় একটি সড়কে এক যুবককের কাছে মাদক আছে এই মর্মে তল্লাশি করা হয়। ওই যুবকের কাছ থেকে কিছু না পেয়ে তার কাছে অর্থ চাওয়া হয়। এক পর্যায়ে যুবক বাধ্য হয়ে তার পরিবারের সদস্যদের ঘটনাস্থলে ডেকে দাবিকৃত টাকা পুলিশ সদস্যদেরকে দেয়।
সকালে ভুক্তভোগী ঘটনাটি ডিআইজি খুলনা রেঞ্জকে অবহিত করেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশ তাৎক্ষণিকভাবে সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে। ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসে তদন্তের রির্পোট দাখিল করা হবে বলে পুলিশ জানায়।
Leave a reply