দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বাত্নক ধর্মঘট চলছে। এসময় আন্দোলনকারীরা অবরোধ করে রেখেছে নতুন ও পুরাতন রেজিস্টার কার্যালয়।
বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় এ কমসূচি। তাদের এই অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত।
এদিকে অবরোধের কারণে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি কোন কর্মকর্তা ও কর্মচারীরা। এখনও কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম।
এদিকে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা অবরোধের পাশাপাশি ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট পালন করছে ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। ধর্মঘটের ফলে ক্যাম্পাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বহনকরা কোন বাস ক্যাম্পাসের বাহিরে যেতে পারেনি।
আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত তারা এ আন্দোলন চলবে।
এদিকে দুপুরে ভিসি পন্থী শিক্ষকরা মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন করার কথা রয়েছে।
Leave a reply