জাপান সাগরে আবারও ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে টোকিও। রয়টার্স বলছে, জাপানের উত্তরপশ্চিমাঞ্চলীয় উপকূলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল EEZ লক্ষ্যকরে চালানো হয় এ হামলা।
নিজেদের ভূখণ্ডে দফায় দফায় এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এক বিবৃতিতে তিনি বলেন, পিয়ংইয়ং এর পূর্বাঞ্চল থেকে অন্তত দুই ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছে কিম জং উন প্রশাসন। যা স্পষ্ট জাতিসংঘের নীতি লঙ্ঘন । তবে এ হামলায় কোন ক্ষয়ক্ষতি হয় নি বলে দাবি আবে প্রশাসনের। জাপান সাগরে বারবার ক্ষেপণাস্ত্র ছোঁড়া, পরমাণু নিরস্ত্রীকরণ এবং আঞ্চলিক সংকট সমাধানে যুক্তরাষ্ট্রে সাথে আলোচনা চলছে।
Leave a reply