স্টাফ রিপোর্টার, নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী ৫ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে মহাদেবপুর উপজেলার বাগডোব এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঢাকার মিরপুরের মনির উদ্দিনের ছেলে নয়ন (৩১), দিনাজপুর জেলার মৃত রমজান সরকারের ছেলে আনন্দ সরকার (২৬), নারায়নগঞ্জ জেলার আব্দুর রশিদের ছেলে বিল্লাল হোসেন (৪০), চাঁদপুর জেলার আবুল হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৪২) ও মাইক্রোবাসের চালক ঝালকাঠি জেলার আলম খানের ছেলে রুবেল হোসেন (২৮)।
স্থানীয়রা জানান, বিকেলে বাগডোব এলাকায় রুপালী বেকারিতে অভিযান পরিচালনা করছিলো ওই পাঁচ যুবক। এরপর তারা দোকান মালিকের ২ লাখ টাকা জরিমানা করা হবে বলে ভয়ভীতি দেখায় ।
তাদের আচরণে দোকানের মালিকের সন্দেহ হয়। পরে তাদের আটক করে থানায় খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, আটককৃতরা ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করছিলো বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
Leave a reply