গান্ধীজী থাকলে বিজেপির কর্মকাণ্ডে কষ্ট পেতেন: সোনিয়া গান্ধী

|

মহাত্মা গান্ধীর জন্মদিনে বিজেপি এবং রাষ্ট্রীয় সেবক সংঘকে (আরএসএস) একহাত নিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী। দিল্লির রাজঘাটে বুধবার মহাত্মা গান্ধী ১৫০-তম জন্মদিনে দলীয় সমর্থকদের উদ্দেশে বক্তৃতায় সোনিয়া গান্ধী বলেন, মহাত্মা গান্ধী থাকলে বিজেপির কর্মকাণ্ডে যার পর নাই ব্যথিত হতেন। মিথ্যার রাজনীতিকে যারা প্রশ্রয় দেয়, তাদের পক্ষে মহাত্মা গান্ধীর আদর্শ বোঝা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে ভারতে যা ঘটছে, তা দেখলে অত্যন্ত কষ্ট পেতেন মহাত্মা গান্ধী। যারা নিজেদের সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, তারা গান্ধীর আত্মত্যাগ বুঝবেন কী করে?

একই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়ঙ্কা গান্ধীও। বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনিও। বলেন, সত্যের পথ অনুসরণ করতে বলেছিলেন গান্ধীজী। বিজেপি আগে তা করে দেখাক, তার পর না হয় মহাত্মা গান্ধীকে নিয়ে কথা বলবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply