Site icon Jamuna Television

জোলির অনুবাদক ঐশ্বরিয়া

এবার হলিউড আইকন অ্যাঞ্জেলিনা জোলির হয়ে কণ্ঠ দেবেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। আর এরই মাধ্যমে ডিজনি ইউনিভার্সের সঙ্গে যুক্ত হলেন বলিউডের এই লাস্যময়ী। ডিজনির আসন্ন সিনেমা ‘মেলফিসেন্ট: মিসট্রেস অব এভিল’ ইংরেজির পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে। ইংরেজীতে মূল চরিত্রে আছেন হলিউড সুপারস্টার জোলি।

শুভ ও অশুভ শক্তির লড়াই নিয়ে নির্মিত হলিউড সিনেমা ‘মেলফিসেন্ট: মিসট্রেস অব এভিল’ আগামী ১৮ অক্টোবর মুক্তি পাবে। সিনেমাটি ভারতে হিন্দি ভাষাতেও মুক্তি পাবে। আর হিন্দি ডাবিংয়ে অ্যাঞ্জেলিনা জোলির মতো তারকার কণ্ঠে ভাষা দিচ্ছেন বলিউডসুন্দরী ঐশ্বরিয়া। প্রথম কিস্তির পর মেলফিসেন্ট আবার বড় পর্দায় আসতে পাঁচ বছর সময় লাগলো। সিনেমাটির দ্বিতীয় সিকুয়্যেলে দেখা যাবে, রাজপুত্র ফিলিপ রাজকন্যা অরোরাকে বিয়ের প্রস্তাব দেয় এবং রাজকন্যা প্রস্তাবটি গ্রহণ করে। এরপর মেলফিসেন্টের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মেলফিসেন্টে সিরিজের প্রথম সিনেমাটি ২০১৪ সালে মুক্তি পায়।

Exit mobile version