আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের প্রশিক্ষণ

|

পটুয়াখালী প্রতিনিধি
মাদক ছেড়ে আলোর পথে ফির আসা আত্মসমর্পণকারী ১৭৪ জন যুবককে পূনর্বাসনের জন্য প্রশিক্ষণ দেয়ার কার্যক্রম শুরু করেছে পটুয়াখালী জেলা পুলিশ। আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্সরুমে এ প্রশিক্ষণ চালু করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।

মুক্তির পক্ষে পটুয়াখালী সমবায় সমিতির মাধ্যমে ১৭৪ জন যুবককে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে মৎস্য, গবাদিপশু পালন ও মোবাইল সার্ভিসিং ক্যাটাগরিতে এক থেকে তিনমাস ব্যপী প্রশিক্ষণ দেয়া হবে। এক্ষেত্রে এসকল প্রশিক্ষনার্থীদের যাবতীয় খরচ পুলিশ সুপার বহন করবে বলে জানান তিনি।

পুলিশ সুপার জানান, মাদক সমাজের অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংস করে দেয়। সমাজকে নষ্ট করে সমাজের শান্তি শৃংখলা বিনষ্ট করে। তাই পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে বরিশাল রেঞ্চের ডিআইজর নির্দেশে মাদকব্যবসায়ী ও সেবনকারীদের আত্মসমর্পণ করাতে তাদেরকে উৎসাহ জুগিয়ে আজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপি-পরিচালক মোঃ আজিজুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বেলাল হোসেন, সদর থানার ভারপ্রওাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ওসি ডিবি মোঃ জাকির হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply