ভারতের উত্তর প্রদেশ ও বিহারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, প্রাণহানির সংখ্যা ২০০ ছুঁইছুঁই। শুক্রবার, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য।
বিবৃতি অনুসারে, শুধু বিহারে ভারী বৃষ্টি-বন্যা সংশ্লিষ্ট দুর্ঘটনায় কমপক্ষে ৭৩ জনের মৃত্যু হয়েছে। এখনো অনেকে নিখোঁজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাটনা, বৈশালী এবং খাগাড়িয়া জেলা। এদিকে, উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহরে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। ফারাক্কা বাঁধের জলকপাটগুলো খুলে দেয়ায় গঙ্গা-যমুনা’সহ প্রধান নদীগুলোর পানির উচ্চতা কমে এসেছে।
তবে, জলাবদ্ধ অবস্থা থেকে বেরোতে পারেনি রাজ্যবাসী। বন্যাদুর্গত রাজ্যগুলোয় উদ্ধার ও ত্রাণসেবা কাজে নিয়োজিত আধা সামরিক বাহিনী-NDRF’র প্রায় ১০ হাজার সেনা সদস্য। বুধবারই, ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছিলো- চলতি বর্ষা মৌসুমে প্রাণ হারিয়েছে ১৭শ’র বেশি মানুষ; গৃহহীন ২২ লাখ।
Leave a reply