প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর। নয়াদিল্লিতে হয় এ সাক্ষাৎ। এসময়, দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বাংলাদেশের তরফ থেকে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অন্যান্যরা। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের আগে, সই হতে যাওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের ব্যাপারে জয়শঙ্করের সাথে আলাপ হয় শেখ হাসিনার। অন্তত ১২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি প্রকল্প উদ্বোধন করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।
Leave a reply