চিলিতে আকস্মিক ভূমিধসে নিহত ৫

|

চিলির দক্ষিণাঞ্চলে আকস্মিক ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে ৫ জনের। কর্তৃপক্ষ জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার রাতের এই দুর্ঘটনায় এখনও ১৫ জন নিখোঁজ। পুলিশ জানায়, পার্বত্য শহর হিসেবে পরিচিত ভিল্লা সান্তা লুসিয়া’য় হঠাৎ করেই শুরু হয় ভূমিধস। এখন পর্যন্ত চিলির ৪ নাগরিক ও এক বিদেশী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারোই পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।  ভূমিধসে চাপা পড়েছে একটি স্কুল, বেশ কয়েকটি ঘর-বাড়ি আর ভোট কেন্দ্র। দেশটিতে রোববার প্রেসিডেন্ট নির্বাচন। এদিকে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেত একে ‘দুর্যোগ কবলিত এলাকা’ হিসেবে ঘোষণা করেন। সেখানকার অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ারও নির্দেশ দেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply