সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। তিনি বলেন, প্রকল্পটি বন্ধ না হলে সুন্দরবনসহ গোটা এলাকা মারাত্মক হুমকির মুখে পড়বে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সুলতানা কামালের মতে, রামপাল নিয়ে সরকারের সব সিদ্ধান্ত বিজ্ঞান বিরোধী ও অযৌক্তিক। রাজনৈতিক বিবেচনা থেকেই বন বিধ্বংসী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের আচরণে সারা বিশ্বের সুন্দরবনপ্রেমী মানুষ উদ্বিগ্ন বলেও জানান তিনি।
Leave a reply