স্বাস্থ্যবীমা এবং চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য না থাকলে, যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারাবেন অভিবাসীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এক ঘোষণাপত্রের বরাতে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম।
বলা হয়, মার্কিন চিকিৎসাখাতে বাড়তি বোঝা যোগ করবেন না- এমন প্রমাণপত্র ছাড়া ভিসা পাবেন না অভিবাসনপ্রত্যাশীরা। ঘোষণাপত্র অনুযায়ী, বৈধ অভিবাসীদের মধ্যে স্বাস্থ্যবীমা এড়ানোর প্রবণতা সাধারণ মার্কিনীদের তুলনায় প্রায় তিন গুণ।
ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার আড়াই বছরে, একের পর এক অভিবাসনবিরোধী পদক্ষেপের শিকার যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীরা। এতোদিন এসব পদক্ষেপ অবৈধ অভিবাসন রোধে সীমিত থাকলেও, সম্প্রতি লক্ষ্যে পরিণত হন বৈধ অভিবাসীরাও।
গেলো আগস্টে, সরকারি সহায়তার ওপর নির্ভরশীল অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা ‘গ্রিন কার্ড’ সুবিধা বাতিলের ঘোষণা দেয় ওয়াশিংটন।
Leave a reply