ইউরোপীয় ইউনিয়নের সাথে থাকতে চান ৫১ শতাংশ ব্রিটিশ নাগরিক। সম্প্রতি পরিচালিত জরিপে বের হয়ে এসেছে এ তথ্য। ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘ইনডিপেন্টেন্ট’ পরিচালনা করে এই জরিপ। যাতে বলা হয়, ৪১ শতাংশ ব্রিটিশ জোট ছাড়ার পক্ষে এখনও অবস্থান ধরে রেখেছেন। অন্যদিকে ৮ ভাগ মানুষ ভোট দেয়া থেকে বিরত ছিলেন। ডিসেম্বরের ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত যাচাই করা হয় এই জনমত জরিপ। গেলো বছর ব্রেক্সিট ইস্যুতে হওয়া গণভোটে ৫২ শতাংশ মানুষ জোট থেকে বেরিয়ে যাবার পক্ষে ভোট দেন। বাকি ৪৮ ভাগ ছিলেন বিচ্ছেদ বিরোধী। চলতি সপ্তাহেই জোট থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য প্রথম দফার আলোচনা শেষ করে থেরেসা মে প্রশাসন। ইইউ নেতারা হুঁশিয়ার করেছেন শর্ত না মানলে পরের ধাপগুলোতে কোনঠাসা অবস্থায় পড়বে ব্রিটেন।
Leave a reply