রংপুর-৩ এ বেসরকারিভাবে নির্বাচিত এরশাদ পুত্র সাদ

|

রংপুর-৩ উপ নির্বাচনে বেসরকারিভাবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন এরশাদ পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ। তিনি ভোট পেয়েছেন ৫৮ হাজার ৮৭৫।

সাদ এরশাদের নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষ প্রতীকে রিটা রহমান পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট। এছাড়াও মকবুল শাহরিয়ার আসিফ (স্বতন্ত্র) পেয়েছেন ১৪৯৮৪।

এই নির্বাচনে ভোট পড়েছে ২১.৩১ শতাংশ। প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের ৬ জন প্রার্থী।

নির্বাচনে ১৭৫টি কেন্দ্রের সবক’টিতে ভোট নেয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে।

সারাদিন জুড়েই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। এর আগে, কারিগরি ত্রুটির কারণে একটি কেন্দ্রে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পর শুরু হয় ভোটগ্রহণ। সকাল পৌনে দশটার দিকে নগরীর নিউ সেনপাড়ায় তোফাজ্জল হোসেন শিশুমঙ্গল বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার আসিফ। এসময় নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, রাধাবল্লভ সরকারি বিদ্যালয়, পুলিশ লাইন সরকারি বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন বিএনপি প্রার্থী রিটা রহমান। এসময় তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হয় রংপুর-৩ আসন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply