গাজায় আবারও ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিরা। শুক্রবার ফিলিস্তিনিদের সাপ্তাহিক প্রতিবাদ কর্মসূচিতে হামলায় প্রাণ গেছে ২৮ বছর বয়সী এক জনের।
শুক্রবার গাজা সীমান্তে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন প্রায় ৬ হাজার ফিলিস্তিনি। এসময়, ইসরায়েলি সেনাবাহিনীর এলোপাতাড়ি গুলিতে আহত হন অর্ধ-শতাধিক মানুষ। এদের মধ্যে ২২ জনই সরাসরি গুলিবিদ্ধ।
ইসরায়েলি সেনাদের দাবি, তাদের ঘাঁটি ও গাড়ি লক্ষ্য করে বিস্ফোরক ও গ্রেনেড ছোঁড়ে ফিলিস্তিনিরা।
গত বছর মার্চ থেকে প্রতি শুক্রবার গাজা সীমান্তে গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচি পালন করে ফিলিস্তিনিরা। এখন পর্যন্ত প্রাণ গেছে ৩১৩ জনের।
Leave a reply