চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সুজন মিয়াকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাঃ রবিউল ইসলাম এ রায় প্রদান করেন।
কারাদণ্ডাদেশপ্রাপ্ত সুজন মিয়া একই উপজেলার পাথিলা গোরস্থানপাড়ার রেজাউল করিমের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৫ অক্টোবর জীবননগর পোস্ট অফিসপাড়ার ভাড়া বাসা পরিবর্তন ও পারিবারিক কলহ নিয়ে স্বামী সুজনের সাথে তার স্ত্রী রুনার বিরোধ তৈরি হয়। বিরোধের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুজন রুনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর স্ত্রীর মৃত্যু নিশ্চিত হয়ে মরদেহ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় নিহত রুনার পিতা বদর উদ্দীন মন্ডল বাদী হয়ে ওইদিনই জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল আলম ঘটনার তদন্ত শেষে চলতি বছরের ২১ জানুয়ারী একমাত্র আসামি সুজনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত অভিযোগ পত্র দাখিল করেন। আদালত এ মামলায় মোট ২১ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আসামি সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
Leave a reply